নিজস্ব সংবাদদাতা : আজ পশ্চিমবঙ্গ বিজেপির রাজ্য সভাপতি পদের নির্বাচনে মনোনয়ন দাখিল করলেন বিজেপি নেতা শমীক ভট্টাচার্য। আর এবার এই বিষয়েই বড় মন্তব্য করলেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল। তিনি বলেন,''শমীক ভট্টাচার্য আমাদের দলের বহুদিনের পুরোনো নেতা এবং একজন নিবেদিতপ্রাণ বিজেপি কর্মী। ২০২৬ সালের লড়াই আমরা শমীক ভট্টাচার্য এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে লড়ব। আমাদের দল নেতা ভিত্তিক নয়, নীতি ভিত্তিক দল। আমাদের বাংলাকে বাঁচাতে হবে, এই সরকারের পরিবর্তন করতে হবে, বিজেপি সরকার প্রতিষ্ঠা করতে হবে এবং রাজ্যের মানুষকে সুশাসন দিতে হবে।"
/filters:format(webp)/anm-bengali/media/media_files/XlYDQDYW421orKTT2TMc.jpg)