New Update
/anm-bengali/media/media_files/dzO8ZcgAWgNr1MFRuNLu.jpg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: বিজেপির এই ১২ ঘন্টা বনধের বিরোধিতা করে মামলা করা হয়েছিল হাইকোর্টে। এবার সেই বনধের বিরোধিতায় মামলা খারিজ করে দেওয়া হল। মামলা খারিজ করলো প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। মামলাকারী আইনজীবী সঞ্জয় দাস, বিচারপতি অমৃতা সিনহার এজলাস থেকে পুলিশি নিস্ক্রিয়তার মামলা সরানোর জন্য জনস্বার্থ মামলা করেন। সেই মামলা আজ খারিজ করেন প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম। একই সাথে আইনজীবীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন প্রধান বিচারপতি।
/anm-bengali/media/media_files/LrGGDvEszcEYFrE2TiUG.jpg)
/anm-bengali/media/media_files/aoyCAGIMJ6hmn8cNOa5u.webp)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us