New Update
/anm-bengali/media/media_files/rhIDaXBEogDjEz1qaYkz.png)
নিজস্ব সংবাদদাতাঃ গত কয়েক দিনে আবার অস্বস্তিকর গরম ফিরে এসেছে রাজ্যে। মোচা আসার প্রভাব ছিল এমনটাই মনে করা হচ্ছে। মঙ্গলবার সকাল থেকেই কলকাতার আকাশে চড়া রোদের দেখা পাওয়া গিয়েছে। গতকাল তুমুল ঝড় আর বৃষ্টির পর আবার সেই গা প্যাচপ্যাচ করা গরম। যত বেলা বাড়ছে উত্তাপ যেন আরো বাড়ছে। ফলে গতকালের বৃষ্টিতে বিশেষ কিছু লাভ যে হয়নি এমনটা স্পষ্ট। সোমবার সকালের ছবিটাও একইরকম ছিল।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us