গতকালের ঝড়-বৃষ্টির পরেও কমেনি উত্তাপ! বঙ্গবাসী আবার পুড়ছে গরমে

রাজ্যে আবার গরমের দাপট। গতকাল প্রবল ঝড় আর তার সঙ্গে বৃষ্টি হওয়ার পরেও গরমের থেকে রেহাই মিলল না পশ্চিমবঙ্গবাসীর।

author-image
Anusmita Bhattacharya
New Update
summergirl

নিজস্ব সংবাদদাতাঃ গত কয়েক দিনে আবার অস্বস্তিকর গরম ফিরে এসেছে রাজ্যে। মোচা আসার প্রভাব ছিল এমনটাই মনে করা হচ্ছে। মঙ্গলবার সকাল থেকেই কলকাতার আকাশে চড়া রোদের দেখা পাওয়া গিয়েছে। গতকাল তুমুল ঝড় আর বৃষ্টির পর আবার সেই গা প্যাচপ্যাচ করা গরম। যত বেলা বাড়ছে উত্তাপ যেন আরো বাড়ছে। ফলে গতকালের বৃষ্টিতে বিশেষ কিছু লাভ যে হয়নি এমনটা স্পষ্ট। সোমবার সকালের ছবিটাও একইরকম ছিল।