WEST BENGAL: গরমের ছুটি শেষ! খুলতে পারে স্কুল

পশ্চিমবঙ্গে এই মুহূর্তে সরকারি বিজ্ঞপ্তি দিয়ে গরমের ছুটি ঘোষণা করা হয়েছে। কিন্তু এবার শোনা যাচ্ছে যে সরকারি স্কুলগুলো খুলে যেতে পারে আবার। কেন?

author-image
Anusmita Bhattacharya
New Update
school.jpg

নিজস্ব সংবাদদাতা: প্রথম দুই বছর করোনার (Corona) কারণে এবং তার পরের বছর গরমের ছুটি পড়ে যাওয়ায় স্কুলগুলিতে রবীন্দ্র জয়ন্তী (Rabindra Jayanti) পালন করা হয়নি। এবারও গরমের ছুটি পড়ে যাওয়ায় রবীন্দ্র জয়ন্তী পালন করা সম্ভব হলো না বলে মনে করছেন শিক্ষকরা। তাই তাঁরা শিক্ষামন্ত্রী (Education Minister) ব্রাত্য বসুকে (Bratya Basu) চিঠি দিয়ে জানিয়েছেন যে বৃষ্টির (Rain) ফলে আবহাওয়া এখন ঠাণ্ডা হয়েছে। স্কুল খুলে দেওয়ার অনুরোধ করেছেন তাঁরা। এবার জানা গেলো যে সরকার (State Govt) সেই অনুযায়ী আজ বিজ্ঞপ্তি (Notice) জারি করে কাল থেকে আবার স্কুল খুলে দিতে পারে।

ad.jpg