পুজোর মরসুমে ফের দুর্যোগের আশঙ্কা, কলকাতার আকাশেও ধরা পড়ছে সেই বার্তা

প্রভাব পড়বে বাংলা-ওড়িশার উপকূলবর্তী জেলাগুলিতে।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
 kolkata cloud.jpg

File Picture

নিজস্ব সংবাদদাতা: পুজোর মরসুমে ফের দুর্যোগের আশঙ্কা বাংলার আকাশে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তর ওড়িশা উপকূল ও উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে সক্রিয় ঘূর্ণাবর্ত আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে নিম্নচাপে রূপ নিতে পারে। এর ফলে দুই বঙ্গেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

মঙ্গলবার, ২ সেপ্টেম্বর থেকে ৪ সেপ্টেম্বর পর্যন্ত সমুদ্রে না যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে মৎসজীবীদের। আবহাওয়া দফতরের মতে, নিম্নচাপ তৈরি হলে তার প্রভাব পড়বে বাংলা-ওড়িশার উপকূলবর্তী জেলাগুলিতে।

Rain

আজ, সোমবার দক্ষিণবঙ্গে আকাশ আংশিক মেঘলা থাকবে। বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা ও সংলগ্ন জেলাগুলিতে। উত্তরবঙ্গেও হতে পারে বৃষ্টি। কলকাতায় আজ সকাল থেকেই আর্দ্রতাজনিত অস্বস্তি অনুভূত হচ্ছে। দিনের তাপমাত্রা সর্বনিম্ন ২৮.২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ ৩৩.৫ ডিগ্রির কাছাকাছি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ৬৩ থেকে ৯৪ শতাংশ পর্যন্ত থাকবে।

আবহাওয়াবিদরা জানিয়েছেন, মঙ্গলবার থেকে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পরিমাণ আরও বাড়বে কলকাতায়।