ফের প্রচুর পরিমাণ আগ্নেয়াস্ত্র উদ্ধার শিয়ালদহ স্টেশনে

মানসিংহ জেলা থেকে ট্রেনে অস্ত্র তোলা হয় বলে জানা যাচ্ছে।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
rw22q234

File Picture

নিজস্ব সংবাদদাতা: ফের একবার প্রচুর আগ্নেয়াস্ত্র উদ্ধার শিয়ালদহ স্টেশনে। ভোরে শিয়ালদহ স্টেশনে ট্রেন থেকে নামতেই পাকড়াও মালদার যুবক। এসটিএফের হাতে হাতেনাতে পাকড়াও হয় সে। এদিন সকালে গোপন সূত্রে খবর পেয়ে স্টেশনে হাজির হয় এসটিএফের আধিকারিকরা। আর অভিযুক্ত যুবক ট্রেন থেকে নামতেই তাঁকে হাতেনাতে পাকড়াও করে আধিকারিকরা।  

যা জানা যাচ্ছে, বিহারের মানসিং জেলা থেকে মালদা কালিয়াচক হয়ে ট্রেনে বিপুল অস্ত্র নিয়ে আসে ওই যুবক। যুবকের নাম হাসান শেখ। ব্যাগে জামাকাপড়ের আড়ালে প্রচুর আগ্নেয়াস্ত্র নিয়ে আসে সে। অস্ত্র গুলি বিহারের খাগারিয়া জেলায় তৈরি বলে জানা যাচ্ছে। সেখান থেকে সড়ক পথে মানসিংহ জেলায় আসে এবং সেখান থেকে ট্রেনে অস্ত্র তোলা হয়। গোটা কাজের দায়িত্বে ছিল এই হাসান শেখ।

r223dzss

যা জানা যাচ্ছে, তাঁর কাছ থেকে তাজা কার্তুজ ৮ রাউন্ড, ৬ টা ৯ এমএম পিস্তল এবং দুটো ওয়ান শটার। মোট ৮ টা আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে তাঁর কাছ থেকে। সমগ্র ঘটনার তদন্ত করে দেখছে কলকাতা পুলিশের এসটিএফ। ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করে লালবাজার নিয়ে যাওয়া হয়েছে।