/anm-bengali/media/media_files/2025/01/16/2ipKWIAhWPe8tTGk8oV5.jpg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: চাকরি দুর্নীতিতে নাম জড়ানো ‘চিহ্নিত অযোগ্যদের’ নতুন নিয়োগ প্রক্রিয়ায় কোনওভাবেই অংশগ্রহণের সুযোগ দেওয়া যাবে না—এই মর্মেই এক ঐতিহাসিক রায় দিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। শুক্রবার বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি স্মিতা দে-র ডিভিশন বেঞ্চ স্পষ্ট ভাষায় জানিয়ে দেয়, কমিশন এবং রাজ্যের যুক্তি গ্রহণযোগ্য নয়, এবং রাজ্যের এমন অবস্থান রাষ্ট্রীয় নীতির পরিপন্থী।
এর আগে এসএসসি এবং রাজ্য সরকারের পক্ষ থেকে আদালতে দাবি করা হয়, চিহ্নিত অযোগ্যদের পরীক্ষায় বসতে না দেওয়া হলে তাদের মৌলিক অধিকার লঙ্ঘিত হবে এবং এক অপরাধে দ্বিতীয়বার শাস্তি দেওয়া হবে। কমিশনের বক্তব্য ছিল, এমন সিদ্ধান্তে “অপূরণীয় ক্ষতি” হবে ওই প্রার্থীদের।
তবে সেই সব যুক্তিকে তীব্র ভাষায় খারিজ করে ডিভিশন বেঞ্চ জানায়, "চিহ্নিত অযোগ্যরা সমগ্র নিয়োগ প্রক্রিয়াকে কলঙ্কিত করেছেন"।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/04/11/1000185252-123530.webp)
বিচারপতি সৌমেন সেন মন্তব্য করেন, "যদি কেউ প্রতারণার মাধ্যমে কোনও চাকরি পান, তাহলে তাঁকে নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণের অনুমতি দেওয়া রাষ্ট্রের মৌলিক নীতি নয়। এটা অন্যদের কাছে ভুল বার্তা পাঠায়। এটা অত্যন্ত দুঃখজনক ও বিভ্রান্তিকর যে কমিশন এবং রাজ্য সরকার এই প্রতারকদের সমর্থন করছে"।
এই রায়কে ঘিরে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে চাঞ্চল্য তৈরি হয়েছে। বিশেষজ্ঞদের মতে, আদালতের এই পর্যবেক্ষণ ভবিষ্যতে নিয়োগ দুর্নীতির মামলাগুলিতে দৃষ্টান্ত হয়ে থাকবে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us