New Update
/anm-bengali/media/media_files/wDSTi4D0XdKWLmuZe4pN.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ ব্যাঙ্কশাল কোর্টের নির্দেশে আপাতত সপ্তাহখানেক ইডি (ED) হেফাজতেই থাকতে হবে রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক (Jyotipriya Mallick)-কে। এদিকে আবারও একবার বিস্ফোরক দাবি করলেন মন্ত্রীর প্রাক্তন আপ্ত সহায়ক অভিজিৎ দাস। তিনি এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জানান, ‘চাপের কারণেই ইস্তফা দিয়েছিলাম। অনেক জায়গা থেকে চাপ আসত, ভালো লাগত না আর। ডায়েরি রেখে দিয়েছিলাম, যা বলার ইডি বলবে। আমি কিছুই জানতাম না। প্রথমে বুঝতে পারিনি জায়গাটা গন্ডগোলের। আমি কিছু করিনি, তদন্তে ১০০ শতাংশ সাহায্য করব।‘
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us