দুর্গাপুজোর অনুদান নিয়ে ফের মামলা কলকাতা হাইকোর্টে

একলাফে ২৫ হাজার টাকা বাড়িয়ে ১ লক্ষ ১০ হাজার টাকা করা হয়েছে।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
high court.jpg

File Picture

নিজস্ব সংবাদদাতা: দুর্গাপুজোর অনুদান নিয়ে ফের আইনি চ্যালেঞ্জ। মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী, এ বছর রাজ্যের প্রতিটি পুজো কমিটিকে ১ লক্ষ ১০ হাজার টাকা করে অনুদান দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। এবার সেই সিদ্ধান্তের বিরুদ্ধেই কলকাতা হাইকোর্টে নতুন করে মামলা দায়ের করলেন দুর্গাপুরের বাসিন্দা সৌরভ দত্ত।

সৌরভবাবুর দাবি, যখন রাজ্য বকেয়া মহার্ঘভাতা (DA) দিতে টানাটানির কথা বলে, তখন কীভাবে পুজোর জন্য প্রায় ৩০ শতাংশ অনুদান বাড়ানো হচ্ছে? মনে করিয়ে দেওয়া দরকার, ২০২৪ সালে প্রতিটি পুজো কমিটি পেত ৮৫ হাজার টাকা। এবার তা একলাফে ২৫ হাজার টাকা বাড়িয়ে ১ লক্ষ ১০ হাজার টাকা করা হয়েছে। সরকারি কর্মীদের একাংশ এই সিদ্ধান্তে ক্ষুব্ধ।

Durga puja

বিধানসভা নির্বাচন সামনে থাকতেই কি এই "উদার" সিদ্ধান্ত? এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে রাজনৈতিক মহলে। সরকারি কর্মীদের একাংশের বক্তব্য, “পুজোয় এত টাকা বরাদ্দ করা যায়, অথচ আমাদের প্রাপ্য বকেয়া DA দিতে রাজ্যের কোষাগারে টাকা নেইএ কেমন দ্বিচারিতা?”

হাইকোর্টে দায়ের হওয়া মামলায় বলা হয়েছে, সরকারি অনুদান দিয়ে ধর্মীয় উৎসব উদযাপন সাংবিধানিক ধর্মনিরপেক্ষতার বিরোধী। একইসঙ্গে আর্থিক দায়বদ্ধতার কথাও তুলে ধরা হয়েছে। মামলাকারীর আবেদন, আদালত যেন এই সিদ্ধান্তে স্থগিতাদেশ দেয়।