বাংলাদেশ নিয়ে ফের দুশ্চিন্তায় বিজেপি, স্পষ্ট ধারণা অগ্নিমিত্রার কথায়

কেন ইউনূস সরকার পদক্ষেপ নিচ্ছে না?

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
bangladesh

File Picture

নিজস্ব সংবাদদাতা: বাংলাদেশ উপ-হাইকমিশনের সাথে বৈঠক সারলো বিজেপি। সেই সাক্ষাতের বিষয়ে বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পল এদিন বলেন, "বৈঠকে পাঁচজন নেতা উপস্থিত ছিলেন এবং কিছু প্রাসঙ্গিক প্রশ্ন উত্থাপন করেছিলেন, যেমন রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি কেন ভাঙচুর করা হয়েছিল? কেন হিন্দুদের উপর আক্রমণ করা হচ্ছে (বাংলাদেশে)? কেন ইউনূস সরকার পদক্ষেপ নিচ্ছে না? সংখ্যালঘু হিন্দুদের জনসংখ্যা কেন কমছে? কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো মহম্মদ ইউনূসও তোষণের রাজনীতি করেন। তিনি ইসলামী মৌলবাদী শক্তির নিয়ন্ত্রণে আছেন, যারা বাংলাদেশে রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত জাতীয় সঙ্গীত চান না। তারা (উপ-হাইকমিশন) আমাদের উত্তর দেওয়ার জন্য যথেষ্ট ভদ্র ছিলেন এবং আমাদের অনুরোধ করেছিলেন যে তাদের একটি অফিসিয়াল মেইল পাঠাতে, যা তারা (বাংলাদেশ) সরকারকে পাঠাতে পারে। আমরা চাই পূর্বের সাথে বন্ধুত্ব স্বাভাবিক হোক"।

agnimitrafg1.jpg