/anm-bengali/media/media_files/YxBRcrpJmoxgrgFPrQnv.jpg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: দক্ষিণবঙ্গ আবারও মুখোমুখি হতে চলেছে দুর্যোগপূর্ণ আবহাওয়ার। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ২৪ জুলাই বঙ্গোপসাগরে তৈরি হবে নতুন নিম্নচাপ। এর প্রভাবেই পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে এবং পরে গোটা দক্ষিণবঙ্গে প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
যা জানা যাচ্ছে, ২৪ জুলাই দুই মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ২৫ জুলাই গোটা দক্ষিণবঙ্গ জুড়ে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। কমলা সতর্কতা জারি করা হয়েছে দুই মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, বাঁকুড়া জেলায়।
ডিভিসির জল ছাড়ার কারণে ইতিমধ্যেই জলমগ্ন পশ্চিমাঞ্চলের বিস্তীর্ণ এলাকা। ঘাটাল, আরামবাগ, গোঘাটে দেখা গিয়েছে বড়সড় জলবন্দি পরিস্থিতি। নতুন করে নিম্নচাপ সৃষ্টি হলে বন্যা পরিস্থিতির আরও অবনতি হতে পারে বলে আশঙ্কা করছে প্রশাসন।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/5fJ6SM8GrBWiaj7oOoNJ.jpg)
কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩২.২ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৭৬%-১০০%। গত ২৪ ঘণ্টায় বৃষ্টিপাতের পরিমাণ ৩২.৬ মিমি। অন্যদিকে, ২১ জুলাই পর্যন্ত উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া দফতর সাধারণ মানুষকে সতর্ক থাকার বার্তা দিয়েছে। বিশেষ করে নদী ও জলাশয়ের আশেপাশে বসবাসকারীদের নিরাপদ স্থানে সরে যাওয়ার অনুরোধ করা হয়েছে। প্রয়োজনে স্কুল-কলেজে ছুটি ঘোষণাও হতে পারে প্রশাসনের তরফে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us