/anm-bengali/media/media_files/uUboQd7O5PD3JXxyB4wl.png)
file pic
নিজস্ব সংবাদদাতাঃ আরজি কর কাণ্ডে বুধবার অর্থাৎ আজ রাস্তায় নামেন হাজার চিকিৎসক। সিজিও কমপ্লেক্স থেকে হেঁটে স্বাস্থ্য ভবনে পৌঁছে যান কয়েক হাজার জুনিয়র ডাক্তার। স্বাস্থ্য ভবনের সামনে বসে পড়েন তাঁরা। স্বাস্থ্য দফতরকে ১ ঘণ্টার সময়সীমা বেঁধে দেন। কিন্তু তারপরও স্বাস্থ্য ভবনের কথা শুনে তাঁরা কার্যত হতাশ। পরে কয়েকজন প্রতিনিধিকে প্রবেশ করতে দেওয়া হত দফতরে। কর্তাদের সঙ্গে কথা হয় তাঁদের। তাঁরা বলেন, 'যে ১০ দফা দাবি শুরু থেকে জানানো হচ্ছে, তা মেনে নেওয়ার জন্য ১ ঘণ্টা সময় দেওয়া হল। তার মধ্যে সব মেনে নিতে হবে। সন্দীপ ঘোষ সহ যাঁরা ঘটনার সময় আরজি করের বিভিন্ন পদে ছিলেন, তাঁদের অপসারণ সহ একগুচ্ছ দাবি জানানো হয়।'
তবে স্বাস্থ্য ভবনের অন্দরে বৈঠকের পর বেরিয়ে কার্যত হতাশা প্রকাশ করে চিকিৎসকরা বলেন, "তাঁদের দাবি মেনে নেওয়ার মতো কোনও সদিচ্ছা দেখা গেল না কর্তাদের মধ্যে। আমরা কথা বলে বুঝলাম প্রশাসন জটিলতার দোহাই দিয়ে ইস্যুটা দীর্ঘায়িত করার চেষ্টা করছে। কোনও কারণে স্বাস্থ্য ভবনও অসহায়। সামান্য দাবি মানতে পারছে না। আমাদের বলা হল, 'দেখছি, দেখব।' আসলে স্বাস্থ্য ভবনও খুব অসহায়। আমরা আন্দোলন চালিয়ে যাব।"
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us