সরানো হলো বিচারপতি গঙ্গোপাধ্যায়কে! এবার মামলা এগোবে কীভাবে?

নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলা বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাস থেকে সরানো হলো। এরপর প্রশ্ন উঠছে যে কোনওভাবে এই মামলায় দীর্ঘস্থায়ী প্রভাব পড়বে না তো? এই সিদ্ধান্ত কার্যকর হবার পর কীভাবে এগোবে মামলা?

author-image
Anusmita Bhattacharya
New Update
scam

নিজস্ব সংবাদদাতা: এখন থেকে আর নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলার (Recruitment Scam Case) শুনানি করতে পারবেন না বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Justice Abhijit Ganguly)। এই সিদ্ধান্ত নিয়েছে সুপ্রিম কোর্ট (Supreme Court)। ফলে যে মামলা ইতিমধ্যে বিচারাধীন ছিল তার শুনানির জন্য এখন আবার অপেক্ষা করতে হবে। কোন বিচারপতির হাতে এই নিয়োগ দুর্নীতি মামলার দায়িত্ব নতুনভাবে দেওয়া হবে সেটার জন্য অপেক্ষা করতে হবে।

জানা গেছে যে সুপ্রিম কোর্টের নির্দেশনামার কপি কলকাতার হাই কোর্টের (Calcutta High Court) ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির (Chief Justice) হাতে পৌঁছাবে এবং তারপরেই তিনি সিদ্ধান্ত নেবেন যে তিনি এই মামলাগুলো কোন এজলাসে আবার পাঠাবেন। এর মধ্যে যে যে মামলা যে যে পর্যায়ে রয়েছে সেখান থেকে এই মামলার নতুন করে শুনানি শুরু হবে। যে যে মামলায় স্থগিতাদেশ ছিল সেগুলির উপর স্থগিতাদেশ বহাল থাকবে। যেগুলোয় স্থগিতাদেশ ছিল না সেগুলোর ক্ষেত্রে নতুন করে শুনানি হবে। তবে ইডি (ED) এবং সিবিআইকে (CBI) অপেক্ষা করতে হবে না। তারা যে যে ক্ষেত্রে যেভাবে কাজ করছে সেই সেই ক্ষেত্রে সেভাবেই করবে কাজ।