এবার ৩২ হাজার প্রাথমিক শিক্ষক নিয়োগের ভবিষ্যৎ অনিশ্চিত, দুর্নীতির অভিযোগে নতুন করে চিন্তা

২০১৬-র এসএসসি প্যানেল বাতিলের পরে এবার ৩২ হাজার প্রাথমিক শিক্ষক নিয়োগ নিয়ে সঙ্কট। হাইকোর্ট কী রায় দেয়, তা নির্ভর করছে হাজারো চাকরির ভবিষ্যতের ওপর।

author-image
Debapriya Sarkar
New Update
Ssc

নিজস্ব সংবাদদাতা : এসএসসি-র ২০১৬ সালের প্যানেল বাতিল হয়ে যাওয়ার পর এবার প্রাথমিক শিক্ষায়ও সঙ্কটের মেঘ। হাইকোর্ট এর আগে নির্দেশ দিয়েছিল, প্রায় ৩২ হাজার প্রাথমিক শিক্ষক নিয়োগ বাতিল করতে হবে। এই নির্দেশের বিরুদ্ধে প্রাথমিক শিক্ষা পর্ষদ চ্যালেঞ্জ করে মামলা করেছিল। এখন সেই মামলার রায় দেবেন বিচারপতি তপোব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চ। তাই এখন চোখ সবার আদালতের দিকেই।

1654501106_ssc-scam (1)

এরই মধ্যে এই মামলায় তদন্ত করেছে CBI এবং ED। দু’দফায় চার্জশিটও জমা পড়েছে আদালতে। ফলে আদালতের রায় কোন দিকে যায়, সেই দিকেই নির্ভর করছে হাজার হাজার চাকরির ভবিষ্যৎ।