সিঙ্গেল বেঞ্চের পর এবার ডিভেশন বেঞ্চেও আর্জি খারিজ দাগি চাকরিহারাদের

কেন এসএসসির অফিসারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় না।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
CHighcourtalcutta

File Picture

নিজস্ব সংবাদদাতা: ফের বড় ধাক্কা খেলেন অযোগ্য প্রার্থীরা। নতুন পরীক্ষায় দাগিদের বসার সুযোগ চেয়ে দায়ের হওয়া মামলা বৃহস্পতিবার খারিজ করে দিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। বিচারপতি তপোব্রত চক্রবর্তী ও বিচারপতি ঋতব্রত মিত্রর বেঞ্চ একক বেঞ্চের আগের রায় বহাল রাখে।

মামলার শুনানিতে আদালত এসএসসির ভূমিকা নিয়ে কড়া প্রশ্ন তোলে। বিচারপতি তপোব্রত চক্রবর্তী সরাসরি মন্তব্য করেন, "এত ছেলেমেয়ের চাকরি যাচ্ছে, যেখানে সুপ্রিম কোর্ট বলেছে দাগিদের পরীক্ষায় বসানো যাবে না, সেখানে কী করে এসএসসি তাঁদের অ্যাডমিট কার্ড দিল? আপনাদের অফিসারদের চাকরি যাবে না কেন?"

এসএসসির পক্ষে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানান, লক্ষাধিক আবেদনকারীর মধ্যে কে অযোগ্য তা চিহ্নিত করা যায়নি, তাই ভুলবশত অ্যাডমিট কার্ড দেওয়া হয়েছিল। তবে বিচারপতি ক্ষোভ প্রকাশ করে প্রশ্ন তোলেন, এত গুরুতর ভুলের পরেও কেন এসএসসির অফিসারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় না।

Ssc

মামলাকারীদের পক্ষের আইনজীবীরা একাধিক আগের রায়ের উল্লেখ করে যুক্তি দেখানোর চেষ্টা করেন। কিন্তু আদালত স্পষ্ট জানিয়ে দেয়— সুপ্রিম কোর্ট ইতিমধ্যেই এই বিষয়ে অবস্থান জানিয়েছে এবং নজরদারি করছে, ফলে অন্য কোনও সিদ্ধান্ত নেওয়ার সুযোগ নেই।

ফলে, মোট ৩৫০টি আবেদন খারিজ করে দেয় আদালত। তবে বাকি তিনটি নতুন আবেদন নিয়ে এখনও সিদ্ধান্ত হয়নি। আদালতের এই পর্যবেক্ষণের পর স্পষ্ট, দাগিদের নতুন পরীক্ষায় বসার সুযোগ পাওয়ার সম্ভাবনা কার্যত শূন্য।