নিজস্ব সংবাদদাতাঃ একাধিক ক্ষেত্রে দুর্নীতি কাণ্ডে একের পর এক শাসক দলের নেতা জেলে রয়েছেন। আর এই নিয়ে চরম অস্বস্তিতে রয়েছে তৃণমূল সরকার (TMC)। পার্থ চট্টোপাধ্যায় থেকে শুরু করে জ্যোতিপ্রিয় মল্লিক, অনুব্রত মণ্ডলের মতো হেভিওয়েটদের বর্তমান ঠিকানা এখন জেল। এদিকে এসবের মাঝেই এবার বিস্ফোরক দাবি করলেন বর্ষীয়ান বিজেপি নেতা তথাগত রায় (Tathagata Roy)। তিনি আজ বুধবার এক টুইট বার্তায় লেখেন, ‘পার্থগেল, কেষ্টগেল, শেষেগেলবালু, এবারকারপালু? এইটুকুএকটা, মাত্রনয়-দশকোটিররাজ্যে, এতচোর, এতচোর !’
পার্থ, কেষ্ট, বালুর পর এবার কে? প্রশ্ন নেতার
ফের একবার শিরোনামে উঠে এলেন বিজেপির বর্ষীয়ান নেতা।
নিজস্ব সংবাদদাতাঃ একাধিক ক্ষেত্রে দুর্নীতি কাণ্ডে একের পর এক শাসক দলের নেতা জেলে রয়েছেন। আর এই নিয়ে চরম অস্বস্তিতে রয়েছে তৃণমূল সরকার (TMC)। পার্থ চট্টোপাধ্যায় থেকে শুরু করে জ্যোতিপ্রিয় মল্লিক, অনুব্রত মণ্ডলের মতো হেভিওয়েটদের বর্তমান ঠিকানা এখন জেল। এদিকে এসবের মাঝেই এবার বিস্ফোরক দাবি করলেন বর্ষীয়ান বিজেপি নেতা তথাগত রায় (Tathagata Roy)। তিনি আজ বুধবার এক টুইট বার্তায় লেখেন, ‘পার্থগেল, কেষ্টগেল, শেষেগেলবালু, এবারকারপালু? এইটুকুএকটা, মাত্রনয়-দশকোটিররাজ্যে, এতচোর, এতচোর !’