জ্যোতিপ্রিয় মল্লিকের পর এবার কার পালা?

রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেফতার করার পর আদালতে শুনানি চলার সময়ে অজ্ঞান হয়ে যান তিনি। এখন রয়েছেন হাসপাতালে। সুস্থ হলেই হেফাজতে নেবে ইডি।

author-image
Anusmita Bhattacharya
New Update
jyotipriyo-mullick

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা: রেশন দুর্নীতি কাণ্ডের তদন্তে নেমে শুক্রবার বনমন্ত্রী এবং প্রাক্তন খাদ্য মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেফতার করেছে ইডি। বৃহস্পতিবার ভোর ৬টায় জ্যোতিপ্রিয় ওরফে বালুর বাড়িতে তল্লাশি চালাতে যান ইডির গোয়েন্দারা। সেই সঙ্গে কলকাতা ও জেলায় অন্তত ৮টি জায়গায় হানা দেয় ইডির নানা টিম। দিনভর রাজ্য রাজনীতিতে একটা প্রশ্ন উঠছিল, ‘বালু কি অ্যারেস্ট হয়ে যাবে?’ কারণ আগেই মুখ্যমন্ত্রী এই শঙ্কা প্রকাশ করেন। 

শুক্রবার জ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেফতারের পর এখন নতুন প্রশ্ন তৈরী হয়েছে বাংলার রাজনীতিতে—‘এর পর কার পালা?’। পুজোর আগে রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের বাড়িতে নিয়োগ দুর্নীতি কাণ্ডের জন্য তল্লাশি চালায় ইডি। তার পর তারা হানা দেয় মধ্যমগ্রামের বিধায়ক তথা খাদ্যমন্ত্রী রথীন ঘোষের বাড়িতে। সেই সঙ্গে পুরসভার কিছু চেয়ারম্যান বা ভাইস চেয়ারম্যানের বাড়িতেও তল্লাশি চলছে মাঝেমাঝেই। এর মধ্যে পুরসভার এক চেয়ারম্যান আবার রাজ্যের এক মন্ত্রীর ব্যক্তিগত সহায়ক পদে ছিলেন। চেয়ারম্যানের বাড়িতে তল্লাশির পর ওই মন্ত্রী অসুস্থ হয়ে বাইপাসের ধারে একটি হাসপাতালে ভর্তি হন বলে জানা যায়। তবে এখানেই শেষ নয় কারণ বিশেষজ্ঞ মহল দাবি করছে যে গোটা নভেম্বর ও ডিসেম্বর মাস জুড়ে এই ধর তক্তা মার পেরেক ধরনের ইডি-সিবিআই তল্লাশি ও ধরপাকড় জারি থাকতে পারে। তার একটা সুনির্দিষ্ট কারণ অবশ্যই আছে যেটা উড়িয়ে দেওয়া যায় না। কলকাতা হাইকোর্টের নির্দেশ রয়েছে যে ৩১ ডিসেম্বরের মধ্যে নিয়োগ দুর্নীতি কাণ্ডের তদন্ত শেষ করতে হবে। ডিসেম্বর মাসের মধ্যে চার্জশিট উঠবে কোর্টে। 

hiring.jpg