দিঘার জগন্নাথ দেবের পর এবার তালিকায় ‘দুর্গা অঙ্গন’, মিললো সরকারি অনুমোদন

জনসভা থেকে প্রথম এই প্রকল্পের কথা ঘোষণা করেন।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
d

File Picture

নিজস্ব সংবাদদাতা: দিঘার জগন্নাথ মন্দিরের পর এবার পশ্চিমবঙ্গে তৈরি হতে চলেছে ‘দুর্গা অঙ্গন’। সোমবার নবান্নে আয়োজিত মন্ত্রীসভার বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণায় সরকারি অনুমোদন মিলেছে এই প্রকল্পে।

পর্যটন দফতর ও হিডকো যৌথভাবে এই ‘দুর্গা অঙ্গন’ নির্মাণের দায়িত্ব নেবে। বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস জানিয়েছেন, এই কাজের জন্য একটি ট্রাস্ট গঠন করা হবে। তবে এখনও মন্দিরের নির্দিষ্ট স্থান বা বাজেট সংক্রান্ত কোনও তথ্য প্রকাশ করা হয়নি।

গত ২১ জুলাই তৃণমূল সুপ্রিমো একটি জনসভা থেকে প্রথম এই প্রকল্পের কথা ঘোষণা করেন। সেদিন বিজেপিকে কটাক্ষ করে তিনি বলেছিলেন, “একমাত্র ভোটের সময়েই কি আপনাদের কালী-দুর্গার কথা মনে পড়ে?” এরপরই তিনি জানান, জগন্নাথ ধামের মতোই বাংলায় তৈরি হবে ‘দুর্গা অঙ্গন’।

Mamata

এই ঘোষণাকে কেন্দ্র করে রাজনৈতিক তরজাও শুরু হয়েছে। বিজেপি অভিযোগ তুলেছে, তৃণমূল রাজনৈতিক স্বার্থে ‘দুর্গা-প্রীতি’ দেখাচ্ছে। তবে গেরুয়া শিবিরও নিজস্ব দুর্গাপুজোর আয়োজন থেকে সরে আসেনি। চলতি বছর ইজেডসিসিতে দুর্গাপুজো অনুষ্ঠিত হবে, যদিও বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পালের দাবি, “এই পুজো সরাসরি বিজেপি করছে না, অন্য একটি সংগঠন করছে, আমাদের দল শুধু সহযোগিতা করছে”।