নিজস্ব সংবাদদাতা: রাজ্যের বিরোধী দল বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ঘরছাড়া কিছু মানুষকে সঙ্গে নিয়ে আজ পৌঁছে যান কলকাতার ভবানী ভবনের সামনে, যেখানে রাজ্য পুলিশের সদর দফতর অবস্থিত। উদ্দেশ্য ছিল ডিজি রাজীব কুমারের সঙ্গে গৃহহীনদের সরাসরি কথা বলানো।
অবশেষে সফল হল সেই উদ্দেশ্য। পাক্কা আড়াই ঘণ্টা পর ডিজির সঙ্গে দেখা করার সুযোগ পেলেন বিজেপি প্রতিনিধিরা ও গৃহহীনারা। বিজেপির ৪ প্রতিনিধি সহ ১০ জন গৃহহারা অসহায় অবস্থায় প্রবেশ করলেন ভবানী ভবনের অন্দরে।
/anm-bengali/media/media_files/2025/04/16/sEK6fpcFpvEE1Wao6T0o.jpeg)
এদিন ভবানী ভবনে প্রবেশের আগেই বিজেপির প্রতিনিধি দলকে পুলিশ আটকে দেয়। পুলিশের তরফে জানানো হয়, আগাম অনুমতি ছাড়া রাজ্য পুলিশের ডিজির সঙ্গে এইভাবে দেখা করা সম্ভব নয়। এরপর বিজেপি নেতা ও পুলিশের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় শুরু হয়।
সূত্র মারফত জানা যায়, ডিজি রাজীব কুমার সেই মুহূর্তে ভবানী ভবনে ছিলেন না। কিন্তু বিজেপির পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়, ডিজির সঙ্গে সাক্ষাৎ না করে তারা ফিরে যাবেন না। ভবানী ভবনের সামনেই বসে পড়েন সুকান্ত মজুমদার, তাপস রায় ও জগন্নাথ চট্টোপাধ্যায়-সহ দলের অন্য নেতারা ও গৃহহীনরা। এরপর আড়াই ঘণ্টা পর ডিজি রাজীব কুমারের দর্শন মেলে।