দলের মুখঝামটা সহ্য করেও ১৩ দিন পর পুলিশের কাছে AI বিকৃত ছবি নিয়ে অভিযোগ জানালেন রাজন্যা

AI প্রযুক্তি ব্যবহার করে তাঁর বিকৃত ও নগ্ন ছবি ছড়ানো হয়েছে।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
rajanya haldar

File Picture

নিজস্ব সংবাদদাতা: বিতর্কের মাঝে অবশেষে পুলিশের দ্বারস্থ হলেন তৃণমূল ছাত্র পরিষদের বহিষ্কৃত নেত্রী রাজন্যা হালদার। শনিবার তিনি সোনারপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন— অভিযোগ, উদ্দেশ্যপ্রণোদিতভাবে AI প্রযুক্তি ব্যবহার করে তাঁর বিকৃত ও নগ্ন ছবি ছড়ানো হয়েছে।

সাউথ ক্যালকাটা ল কলেজে ধর্ষণের অভিযোগ নিয়ে রাজ্য রাজনীতি তোলপাড় হতেই সামনে আসেন রাজন্যা। তিনি সরাসরি দাবি করেন, ওই ঘটনায় অভিযুক্তদের সঙ্গে টিএমসিপি-র সম্পর্ক রয়েছে। এই বক্তব্যের পরই তিনি অভিযোগ করেন, তাঁর প্রতিবাদের জবাবে তাঁকে বদনাম করতে প্রযুক্তির অপব্যবহার করে তাঁর বিকৃত ছবি তৈরি করে ছড়িয়ে দেওয়া হয় জুনিয়রদের মোবাইল ফোনে।

prantikrajanya

এই অভিযোগের পরে যদিও তৃণমূলের নেতারা পাল্টা প্রশ্ন তোলেন— রাজন্যা এতদিন মুখ খুললেন না কেন? এমনকি তাঁর রাজনৈতিক পরিচয় নিয়েও প্রশ্ন তুলে দেন দলের নেতা-নেত্রীরা। 

অবশেষে ঘটনার ১৩ দিন পর থানায় অভিযোগ জানালেন রাজন্যা। তাঁর কথায়, “এই চক্রান্ত আমার ব্যক্তিগত ও রাজনৈতিক ভাবমূর্তি নষ্ট করার উদ্দেশ্যে করা হয়েছে”। অভিযোগপত্রের সঙ্গে তিনি পুলিশের কাছে বিতর্কিত ছবিগুলিও জমা দিয়েছেন। যদিও অভিযোগপত্রে কাউকে নির্দিষ্টভাবে নাম করেননি তিনি। পুলিশ চাইলে অভিযুক্তদের কয়েকজনের নাম জানাতে প্রস্তুত বলেও জানিয়েছেন রাজন্যা হালদার।