নিজস্ব সংবাদদাতা : শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় এবার তৃণমূল কংগ্রেসের বিধায়ক জীবন কৃষ্ণ সাহাকে, ছয় দিনের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED) হেফাজতে পাঠিয়েছে কলকাতার একটি বিশেষ আদালত। আর এবার এই ঘটনায় জীবন কৃষ্ণ সাহার আইনজীবী জাকির হোসেন, ইডির ভূমিকা নিয়েই প্রশ্ন তুলে দিলেন।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/RbsD3uoDmvPJ5oYGKvCM.jpg)
তিনি বলেন,''এই গ্রেপ্তারি সম্পূর্ণভাবে ইডির ইচ্ছায় হয়েছে। ওদের ক্ষমতা আছে, তাই ওরা করেছে। আদালত ছাড়া অন্য কোথাও ন্যায়বিচার চাওয়ার জায়গা নেই।" এরপর তিনি বলেন,''আমরা গ্রেপ্তারির প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন করেছিলাম এবং ব্যাখ্যাও দিয়েছিলাম। শুধুমাত্র অনুমানের উপর ভিত্তি করে কাউকে আটক করা যায় না।''
৬ দিনের ইডি হেফাজতে তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহা ! অনুমানের উপর ভিত্তি করে আটক করা যায় না, বললেন আইনজীবী
কি বললেন জীবন কৃষ্ণ সাহার আইনজীবী জাকির হোসেন ?
নিজস্ব সংবাদদাতা : শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় এবার তৃণমূল কংগ্রেসের বিধায়ক জীবন কৃষ্ণ সাহাকে, ছয় দিনের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED) হেফাজতে পাঠিয়েছে কলকাতার একটি বিশেষ আদালত। আর এবার এই ঘটনায় জীবন কৃষ্ণ সাহার আইনজীবী জাকির হোসেন, ইডির ভূমিকা নিয়েই প্রশ্ন তুলে দিলেন।
তিনি বলেন,''এই গ্রেপ্তারি সম্পূর্ণভাবে ইডির ইচ্ছায় হয়েছে। ওদের ক্ষমতা আছে, তাই ওরা করেছে। আদালত ছাড়া অন্য কোথাও ন্যায়বিচার চাওয়ার জায়গা নেই।" এরপর তিনি বলেন,''আমরা গ্রেপ্তারির প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন করেছিলাম এবং ব্যাখ্যাও দিয়েছিলাম। শুধুমাত্র অনুমানের উপর ভিত্তি করে কাউকে আটক করা যায় না।''