New Update
/anm-bengali/media/media_files/giC2hupTm4nshVyySacu.jpg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: আরজি করের জুনিয়র চিকিৎসকদের পাশে দাঁড়াতে এসেছিলেন প্রাক্তন প্রদেশ কংগ্রেস নেতা অধীর চৌধুরী। সঙ্গে ছিলেন কংগ্রেসের নেতৃত্বরা। অধীর চৌধুরী ভেবেছিলেন যে আরজি করের ভিতরে প্রবেশ করতে পারবেন। কিন্তু মেন গেট থেকেই ফিরতে হল তাঁদেরকে। প্রথমে বাধা পেলেন সিআইএসএফ ও কলকাতা পুলিশের। আর এর পরে জুনিয়র চিকিৎসকদের প্রতিনিধিরাও এসে বললেন, তারা কোনও রাজনীতি চান না। ফলে খালি হাতেই ফিরতে হয় অধীর চৌধুরীদের।
/anm-bengali/media/media_files/YYSG4yRLPsNrEAWH7mDj.jpg)
/anm-bengali/media/media_files/aoyCAGIMJ6hmn8cNOa5u.webp)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us