/anm-bengali/media/media_files/M7AuyyJ3kAbrARmWV2lX.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ আরজি কর মেডিকেল কলেজে ধর্ষণ-খুনের ঘটনার বিচারের দাবিতে শনিবার রাতে টালিগঞ্জে বিক্ষোভ দেখাল ওয়েস্ট বেঙ্গল মোশন পিকচার আর্টিস্ট ফোরাম।
#WATCH | Kolkata, West Bengal: Actor Parambrata Chatterjee says, "16 days have passed and during this time, at least 5 other rape incidents have taken place. All of us know what happened in Badlapur, Assam or Muzaffarnagar. I am from Kolkata so I will demand accountability from… pic.twitter.com/p377w3WgVU
— ANI (@ANI) August 24, 2024
/anm-bengali/media/media_files/7kmUBn0sJfAbTmxffF9L.jpg)
এই বিষয়ে অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় বলেন, "১৬ দিন কেটে গিয়েছে এবং এই সময়ের মধ্যে আরও অন্তত ৫টি ধর্ষণের ঘটনা ঘটেছে। বদলাপুর, অসম বা মুজফ্ফরনগরে কী হয়েছিল তা আমরা সবাই জানি। আমি কলকাতা থেকে এসেছি, তাই কলকাতা প্রশাসনের কাছে জবাবদিহি দাবি করব। আরজি কারের ঘটনায় জড়িত সকলকে কঠোর শাস্তি পেতে হবে। ধর্ষণের জন্য দায়ী মানসিকতার নিয়মতান্ত্রিক পরিবর্তন দরকার। যারা রাজনীতি করতে চায় তারা এটা করবে। প্রশাসন যদি বলতে শুরু করে যে রাস্তায় নেমে আসা সব মানুষ রাজনীতির সঙ্গে সম্পৃক্ত, তাহলে এটা ঠিক নয়। আমরা এখানে কোনও রাজনৈতিক ব্যানারে আসিনি। আমরা এখানে ন্যায়বিচারের জন্য এসেছি।"
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us