/anm-bengali/media/media_files/uMGGXWymceIqcjSB9j91.jpg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: টলিউডের জনপ্রিয় নায়ক ও প্রযোজক অঙ্কুশ হাজরাকে সমন পাঠাল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি (এনফোর্সমেন্ট ডিরেক্টরেট)। সূত্রের খবর, অবৈধ অনলাইন বেটিং অ্যাপের প্রচারে যুক্ত থাকার অভিযোগেই তাঁকে ডাকা হয়েছে। তবে এই বিষয়ে অঙ্কুশকে ফোন করা হলেও তাঁর তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
ইডি সূত্রে জানা গিয়েছে, গত কয়েক মাস ধরে বেআইনি অনলাইন বেটিং অ্যাপ নিয়ে তদন্ত চালাচ্ছে সংস্থা। ইতিমধ্যেই দেশের বিভিন্ন ফিল্ম ইন্ডাস্ট্রির একাধিক তারকাকে জেরা করা হয়েছে। তালিকায় রয়েছেন রানা ডগ্গুবতি, কপিল শর্মা, বিজয় দেবেরাকোন্ডার মতো জনপ্রিয় অভিনেতারা। এবার সেই তালিকায় যোগ হল টলিউডের অঙ্কুশ হাজরার নামও।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/5y3xeYgrKXWapArpPO4k.jpg)
তদন্তকারীদের দাবি, নিষিদ্ধ বেটিং অ্যাপের প্রচার সংক্রান্ত বিষয়েই অভিনেতাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সেই প্রেক্ষিতেই ইডির দপ্তরে হাজিরা দিতে হবে অঙ্কুশকে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us