আচার্য প্রফুল্ল চন্দ্র উচ্চ বিদ্যালয়: গর্বের ছাত্র, গর্বিত স্কুল

আচার্য প্রফুল্ল চন্দ্র উচ্চ বিদ্যালয় সম্পর্কে একটি বিশেষ প্রতিবেদন সম্পর্কে জেনে নিন।

author-image
SWETA MITRA
New Update
BENGALI COVER acharya.jpg

নিজস্ব প্রতিনিধিঃ কথিত আছে উদ্যম ইচ্ছাশক্তি, জেদ ও পরিশ্রম প্রতিকূলতাকে হার মানতে বাধ্য করে। তা আরও একবার প্রমান করল আচার্য প্রফুল্ল চন্দ্র উচ্চ বিদ্যালয়ের ছাত্ররা। একঝাঁক ছাত্রের উদ্যম ইচ্ছাশক্তি, জেদ ও পরিশ্রম তাদের স্কুলকে গর্বিত করেছে। তারা নিজেদের এবং তাদের পিতা মাতাকে গর্বিত করেছে। প্রতিকূলতাকে হার মানিয়ে ফুটবলে সাফল্য এনে স্কুলের নাম উজ্জ্বল করেছে। ফুটবল অনুশীলনের জন্য তাদের কোনো ফুটবল মাঠ নেই। তবে এই সমস্যার কাছে হার না মেনে পাশের পার্কে তারা অনুশীলন চালিয়ে গিয়েছে। ফলপ্রসূ, রাজ্য স্কুল ফুটবল চ্যাম্পিয়নশিপ, সুব্রত কাপে রানার্স আপ হয়েছে। পড়াশোনা থেকে শুরু করে খেলাধুলা পর্যন্ত, তারা বিভিন্ন প্রতিকূলতার মধ্যেও পারদর্শী হওয়ার চেষ্টা করছে এবং সাফল্যের পাহাড় জয়ের লক্ষ্যে এক এক কদম এগিয়ে চলেছে। প্রধান শিক্ষিকার সঙ্গে হাতে হাত মিলিয়ে বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষিকারা ছেলেদের ভাল মানুষ তৈরি করার জন্য আপ্রাণ চেষ্টা করে চলেছেন। বিধাননগরের আচার্য প্রফুল্ল চন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা, ডরোথি রুদ্র এএনএম নিউজের প্রধান সম্পাদক অভিজিৎ নন্দী মজুমদারের সঙ্গে তাদের এই লড়াইয়ের গল্প ভাগ করে নিয়েছেন। আসুন আমরা দেখে নিই, শুনে নিন এই হার না মানার গল্প-