New Update
/anm-bengali/media/media_files/2025/10/01/screenshot-2025-10-01-204223-2025-10-01-20-43-20.png)
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ক্ষনিকের জন্য প্রবল ঝড়-বৃষ্টি আর সেই হাওয়াতেই রাস্তার উপর ভেঙে পড়ল বাঁশের তৈরি তোরণ। সেই সময় রাস্তার উপর দাঁড়িয়ে ছিল একটি চার চাকা গাড়ি। গাড়ির উপর ভেঙে পড়ে সেই তোরণ। সেই সময় গাড়ির মধ্যে কেউ না থাকায় হতাহতের কোনও খবর নেই। পুজোর উদ্যোক্তারা জানিয়েছে যে হাওয়ার ফলেই ভেঙে পড়েছে তবে কেউ আহত হয়নি। আর এই গেট ভেঙে পড়ার কারণে সাপুরজি আবাসনের দিক থেকে আসা এবং যাওয়ার রাস্তা ক্ষণেকের জন্য বন্ধ হয়ে যায়।
ঘটনা নিউটাউন আকন্দ কেশরী সার্বজনীন দুর্গাপুজো মণ্ডপের।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/10/01/screenshot-2025-10-01-204251-2025-10-01-20-43-38.png)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us