শিয়ালদহ-রানাঘাট শাখায় চালু হল এসি লোকাল

দীর্ঘ প্রতীক্ষার অবসান। পূর্ব ভারতের প্রথম এসি লোকাল ট্রেন পরিষেবা চালু হচ্ছে শিয়ালদহ-রানাঘাট শাখায়।

author-image
Debjit Biswas
New Update
mumbai local train   n

নিজস্ব সংবাদদাতা - রবিবাসরীয় ছুটির আমেজে রাজ্যের বুকে যাত্রা শুরু হল এসি লোকাল ট্রেনের। আজ পূর্ব ভারতের প্রথম এসি লোকাল ট্রেন পরিষেবা চালু হচ্ছে শিয়ালদহ-রানাঘাট শাখায়। এদিন সকাল ১১ টা নাগাদ আনুষ্ঠানিক উদ্বোধনের পর সোমবার থেকে সাধারণ যাত্রীরা সফর করতে পারবেন। এসি লোকালে মোট ১২টি কামরা থাকছে, আসন সংখ্যা ১১২৬। সোমবার থেকে শনিবার পর্যন্ত এই পরিষেবা মিলবে।

local trains

প্রাথমিক পর্যায়ে এই এসি লোকাল সব স্টেশনে থামবে না। রানাঘাট শিয়ালদহ রুটে ট্রেন ছাড়ার পর চাকদহ, কল্যাণী, কাঁচরাপাড়া, নৈহাটি, ব্যারাকপুর, খড়দহ, সোদপুর, দমদম ও বিধাননগর স্টেশনে গাড়ি দাঁড়াবে। রানাঘাট স্টেশন থেকে সকাল ৮টা ৩২ মিনিটে ট্রেনটি রওনা দিয়ে শিয়ালদহ পৌঁছবে সকাল ১০:১০ মিনিটে। শিয়ালদহ স্টেশন থেকে সন্ধ্যা ৬:৫০ মিনিটে ফিরতি পথে যাত্রা শুরু করে রানাঘাট পৌঁছবে রাত ৮টা ৩২মিনিট নাগাদ।