/anm-bengali/media/media_files/2025/03/21/YVHGYGweqErG6p1IlAqu.jpg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: পুজোর ভিড়ের আবহকেই এবার জনসংযোগের হাতিয়ার করল তৃণমূল যুব কংগ্রেস। মণ্ডপে-মণ্ডপে উপস্থিত থাকবেন ‘অভিষেকের দূত’। তাঁদের সঙ্গে সরাসরি যোগাযোগ করার জন্য চালু করা হয়েছে নতুন মোবাইল অ্যাপ। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে ভোটারদের কাছে পৌঁছনোর কৌশল হিসেবেই এই পদক্ষেপ বলে মনে করছেন রাজনৈতিক মহল।
এদিন অ্যাপটির উদ্বোধন করেন রাজ্যের খাদ্য প্রক্রিয়াকরণ দফতরের মন্ত্রী অরূপ রায়। তিনি বলেন, “পুজোর সময় ভিড় সামলাতে হিমশিম খায় পুলিশ। অনেকেই বিশেষত প্রবীণ মানুষ সমস্যায় পড়েন। তাঁরা এই অ্যাপের সাহায্যে সহজেই অভিষেকের দূতের কাছে পৌঁছে যেতে পারবেন। আগামী বিধানসভা নির্বাচনের আগে এর মাধ্যমে মানুষের আরও কাছাকাছি যাওয়া সম্ভব হবে”।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/hhHbeo86IRCkPZXoskxo.png)
হাওড়া জেলা সদর তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি কৈলাস মিশ্র জানান, আজকাল প্রায় সকলের হাতেই অ্যান্ড্রয়েড ফোন রয়েছে। সেই কথা মাথায় রেখেই দুর্গাপূজো অ্যাপটি তৈরি হয়েছে। এই অ্যাপে হাওড়া সদরের সাতটি বিধানসভা এলাকার ১৭০ জন ভলান্টিয়ারের নাম ও ফোন নম্বর থাকবে। ২৪ ঘণ্টাই তাঁদের সঙ্গে যোগাযোগ করা যাবে। পাশাপাশি থাকবে পুলিশ হেল্পলাইন, প্রশাসনের নম্বর এবং হাওড়ার প্যান্ডেলগুলির ম্যাপ। শুধু দুর্গাপুজো নয়—কালীপুজো, জগদ্ধাত্রী পুজো এবং ছট পুজোতেও এই অ্যাপ চালু থাকবে বলে জানানো হয়েছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us