'বাংলার ভোটার লিস্টে কারচুপি করতে দেব না, তাতে আবার প্রাণ দিতে হলে দেব' - অভিষেক

বাংলার মানুষকে অস্তিত্ত্বের লড়াই লড়তে হচ্ছে।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
abhishek

File Picture

নিজস্ব সংবাদদাতা: ২১ জুলাইয়ের সভামঞ্চ থেকে ফের একবার অভিষেকের মুখে উঠে এলো ভোটার লিস্টে কারচুপি প্রসঙ্গ। আর সেই বলতে গিয়ে দলের সেকেন্ড ইন কম্যান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় এদিন বলেন, “আমরা ১৩ জন শহীদকে হারিয়েছিলাম অস্তিত্ত্ব রক্ষার লড়াই করার জন্য। ওরা আমাদের পথ দেখিয়েছে। এতো গুলো বছর পরও বাংলার মানুষকে অস্তিত্ত্বের লড়াই লড়তে হচ্ছে। আর দলনেত্রীর সামনেই তাঁর অনুমতি নিয়ে বলছি, আজ আবার যদি নিজেদের অস্তিত্ত্বের লড়াইয়ের জন্য প্রাণ দিতে হয়, আমরা হাসতে হাসতে দিয়ে দেবো; তবে বাংলার ভোটার লিস্টে কারচুপি করতে দেবো না। আর বিজেপিকে কারোর অস্তিত্ত্ব কারতে দেবো না”।