অভিষেকের সাথে বৈঠক শোভনের, মিটছে দূরত্ব ফিরছেন কি নেতা?

'আজকের আলোচনায় অনেক কিছু উপলব্ধি করেছি'।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
Large-img-Abhishek-Banerjee

ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতা: দুর্গোৎসবের আবহে ফের তুঙ্গে উঠল বঙ্গ রাজনীতির কৌতূহল। দীর্ঘদিন রাজনৈতিক আলোচনার বাইরে থাকা কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায় এবার দেখা করলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে।

অভিষেকের দফতরে দীর্ঘ বৈঠকের পর শোভন জানিয়েছেন, “দলের কাজে আগ্রহী, জানিয়ে এলাম অভিষেককে। অভিষেকের সঙ্গে দীর্ঘ সাক্ষাৎ হয়েছে, আমি মুগ্ধ। দল যখন যেভাবে কাজে লাগাবে সেই কাজ করতে আমি আগ্রহী। বয়স কোনও বিষয় নয়, আজকের আলোচনায় অনেক কিছু উপলব্ধি করেছি"।

sovanbai

তাঁর এই মন্তব্য ঘিরেই রাজনৈতিক মহলে নতুন করে জল্পনা শুরু হয়েছে—তৃণমূলে কি ফের প্রত্যাবর্তনের পথে শোভন? ২০১৯ সালে বিজেপিতে যোগ দেওয়ার পর তিনি কার্যত রাজনৈতিক অঙ্গন থেকে সরে গিয়েছিলেন। যদিও সাম্প্রতিক সময়ে দলের নানা কর্মসূচিতে শোভনের অনুপস্থিতি নিয়েই বারবার প্রশ্ন উঠেছে।

তৃণমূল শিবির অবশ্য এখনই প্রকাশ্যে কিছু বলছে না। তবে অভিষেকের সঙ্গে শোভনের এই সাক্ষাৎকে অনেকেই আসন্ন বিধানসভা নির্বাচনের আগে দলীয় কৌশলের গুরুত্বপূর্ণ অংশ বলেই মনে করছেন।