New Update
/anm-bengali/media/media_files/wMFNA5nuQU69dOISlDiH.jpg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: কিছুদিন আগেই দুর্গাপুরে এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে মোদীর নামাঙ্কিত পোস্টার নজর কেড়েছিল সকলের। সেখানে লেখা ছিল ‘জয় মা কালী! জয় মা দুর্গা!’ যা নিয়ে কম বিতর্ক হয়নি। অথচ তৃণমূলের ‘জয় বাংলা’ স্লোগান নিয়ে বিজেপি বহুবার কটাক্ষ করেছে। এমনকি সম্প্রতি বাংলা ভাষা নিয়েও অসমে সোচ্চার হয়েছে তৃণমূল-কংগ্রেস।
এদিন সেই সব নিয়ে বিজেপিকে কার্যত চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়, “বাংলা ভাষা নিয়ে রাজনীতি করছে দিল্লি। বিজেপি বাংলা ভাষাকে মুছে দিতে চাইছে। তবে কথা দিচ্ছি, ২০২৬-এর নির্বাচনের পর বিজেপিকে ‘জয় বাংলা’ বলা করাবো! আর এবার সংসদের অধিবেশনে আমরা সবাই সকল সাংসদরা বাংলা ভাষায় কথা বলবো”।
/anm-bengali/media/post_attachments/1f92be12-02b.png)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us