বড় খবর: অপারেশন সিন্দুর-এর প্রতিনিধি দলে এবার থাকছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

সিদ্ধান্ত নেবে দল নিজেই।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
Large-img-Abhishek-Banerjee

ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতা: পাকিস্তানের মদতপুষ্ট সন্ত্রাস এবং ভারতের সামরিক অভিযানের (‘অপারেশন সিন্দুর’) প্রসঙ্গ আন্তর্জাতিক মহলে তুলে ধরতে বহুদলীয় সংসদীয় প্রতিনিধিদল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। প্রতিনিধিদলের সদস্য নির্বাচন ঘিরে কেন্দ্র ও তৃণমূল কংগ্রেসের মধ্যে টানাপোড়েন তৈরি হলেও, অবশেষে সেই জট কাটল। তৃণমূলের তরফে এই দলে থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

সূত্রের খবর, মঙ্গলবার সকালে কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরেন রিজিজু ফোন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। দু’জনের মধ্যে চলে দীর্ঘ আলোচনা। তৃণমূল সূত্রে জানা গিয়েছে, এই আলোচনার পরেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম চূড়ান্ত হয় তৃণমূলের প্রতিনিধি হিসেবে। মমতাই প্রস্তাব দেন অভিষেকের নাম।

প্রথমে দলের অজ্ঞাতে বহরমপুরের তৃণমূল সাংসদ ইউসুফ পাঠানকে প্রতিনিধি হিসেবে অন্তর্ভুক্ত করে কেন্দ্র, যা নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেন মমতা ও অভিষেক। তৃণমূল স্পষ্ট জানায়, বিজেপি কিংবা কেন্দ্রীয় সরকার ঠিক করতে পারে না কে তৃণমূলের প্রতিনিধি হবেন; সে সিদ্ধান্ত নেবে দল নিজেই।

abhishek

মমতা ও অভিষেক সোমবারই বলেন, "কেন্দ্র যদি অনুরোধ করে, দল অবশ্যই বিবেচনা করবে"। সেই সূত্রেই রবিবার ইউসুফ পাঠানের নাম প্রত্যাহার করে নেওয়া হয়। সূত্রের দাবি, কিরেন রিজিজু সরাসরি পাঠানের সঙ্গে যোগাযোগ করেছিলেন এবং তাঁর পাসপোর্ট সংক্রান্ত নথিও চেয়ে পাঠান।

মঙ্গলবার সকালে রিজিজু ও মুখ্যমন্ত্রীর ফোনালাপে মমতা অসন্তোষ প্রকাশ করেন যে, দলের সঙ্গে আলোচনা না করে প্রতিনিধির নাম ঠিক করা হয়েছিল। রিজিজু তাঁকে শান্ত করার চেষ্টা করেন এবং শেষ পর্যন্ত আলোচনার মাধ্যমে ঐক্যমতে পৌঁছায় দুই পক্ষ। অভিষেকের অন্তর্ভুক্তির মাধ্যমে তৃণমূলের সম্মান অক্ষুণ্ণ রেখে পরিস্থিতি সামাল দেয় কেন্দ্র।