Anusmita Bhattacharya
আপডেট করা হয়েছে
New Update
/anm-bengali/media/media_files/wMFNA5nuQU69dOISlDiH.jpg)
নিজস্ব সংবাদদাতা: ভোটের মধ্যে একাধিকবার হানা দিয়েছে আয়কর দফতর। ভোটের আগে হুগলিতেও কিছু ব্যবসায়ীর বাড়িতে হানা দিয়েছিল। আগামী ১ জুন রাজ্যে শেষ দফার ভোট। ডায়মন্ড হারবার, উত্তর কলকাতা, দক্ষিণ কলকাতা, বসিরহাটের মতো কিছু কেন্দ্রে নির্বাচন বাকি। তার আগে আয়কর হানা আবার হচ্ছে রাজ্যে? চর্চা চলছে।
রাজ্যসভার সাংসদ সাকেত গোখেল সম্প্রতি নিজের এক্স হ্যান্ডেলে অভিষেকের কিছু মন্তব্য উল্লেখ করে দাবি করেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন পশ্চিমবঙ্গের ৩৩টি আসনের মধ্যে ২৩টি আসনে জয়ী হয়ে গেছে জোড়াফুল। বিজেপি কেন্দ্রীয় বাহিনীকে দোষ দিচ্ছে কারণ গেরুয়া শিবির ৪ জুনের ফলাফল জানে।
/anm-bengali/media/post_attachments/0861e76210aa635f08c6daba62a470d2086e6a97cfa304e9b069362aa426c63b.webp)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us