সিএএ কার্যকর হতেই এসসি, এসটি-দের সাথে বৈঠকে অভিষেক

আজকের এই বৈঠক যেন আরও তাৎপর্যপূর্ণ।

New Update
Abhishek new.jpg

File Picture

নিজস্ব সংবাদদাতা: রবিবারের জনগর্জন সভার পরই জানা গিয়েছিল তফশিলি জাতি, উপজাতিদের সাথে বৈঠকে বসবেন তৃণমূলের যুবরাজ। সেই সময় বিজেপির নিশানাতেও এসেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে এরই মধ্যে পাওয়ারফুল মাষ্টার স্ট্রোক দিয়ে দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। দেশ জুড়ে কার্যকর হয়ে গেছে সিএএ।

The_Citizenship_Amendment_Act_CAA_6e8df3596f.webp

এরপর আজকের এই বৈঠক যেন আরও তাৎপর্যপূর্ণ। আজ দক্ষিণ কলকাতার নজরুল মঞ্চে তফশিলি জাতি, উপজাতি, নমঃশূদ্রদের নিয়ে বৈঠক করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। লোকসভা ভোটে এবার তৃণমূলের প্রার্থী তালিকায় তফশিলি জাতিভুক্ত অনেকেই রয়েছেন। তারা প্রত্যেকেই আজকের বৈঠকে থাকবেন বলে জানা যাচ্ছে। বৈঠকে তফশিলি জাতি, উপজাতিভুক্তরা ছাড়াও থাকবেন অনগ্রসর শ্রেণির প্রতিনিধিরা। মনে করা হচ্ছে, বৈঠকে সিএএ প্রসঙ্গ অবশ্যই উঠবে, সেক্ষেত্রে যুবরাজের প্রতিক্রিয়া কি হয়, এখন সেটাই দেখার।  

ABHISHEK MASJID.jpg

 

Add 1

স্ব

স