মহাষ্টমীতে নতুন রূপে ধরা দিলেন তৃণমূলের যুবরাজ

অষ্টমীর দিন ভিড়ে উপচে পড়ছে প্যান্ডেলগুলি।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
555845821_1406245807530613_1090465956175868993_n

File Picture

নিজস্ব সংবাদদাতা: রাজনীতির গাম্ভীর্য সরিয়ে রেখে অষ্টমীর দিনে একেবারে অন্য রূপে দেখা গেল তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। মেয়েকে সঙ্গে নিয়ে তিনি হাজির হন একাধিক পুজো মণ্ডপে। নাগেরবাজারের জপুর জয়শ্রী পুজো মণ্ডপে এসে জমিয়ে ফুচকা খেলেন তিনি, সেই দৃশ্য ঘিরে উৎসবের ভিড়ে জমে ওঠে আলাদা উচ্ছ্বাস।

অষ্টমীর দিন ভিড়ে উপচে পড়ছে প্যান্ডেলগুলি। সেই আবহেই মেয়েকে নিয়ে সাধারণ মানুষের উদ্দেশে হাত নেড়ে শুভেচ্ছা জানান অভিষেক। নাগেরবাজারের জয়শ্রী পুজোয় এ বছর থিম রাখা হয়েছে “ভিনরাজ্যে হেনস্থার মুখে বাঙালি পরিযায়ী শ্রমিকরা”। সেখানে উপস্থিত পরিযায়ী শ্রমিকদের সঙ্গে কথাও বলেন তিনি, হাতে উপহারও তুলে দেন। সঙ্গে ছিলেন দমদমের সাংসদ সৌগত রায়, পানিহাটির বিধায়ক নির্মল ঘোষ ও রাজারহাট-গোপালপুরের বিধায়ক অদিতি মুন্সি।

মণ্ডপ থেকে বেরিয়েই মেয়ে আজানিয়াকে সঙ্গে নিয়ে ফুচকা খেতে বসেন অভিষেক। হাতে শালপাতার থালা নিয়ে ফুচকার স্বাদ নেওয়ার সেই ছবি মুহূর্তে ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়।

556039899_1406245817530612_3404503815265067979_n

এরপর বাগুইআটির আশ্বিনী নগর বন্ধু মহল দুর্গাপুজোতেও পা রাখেন তিনি। মণ্ডপ পরিদর্শনের পর সোশ্যাল মিডিয়ায় অভিষেক লেখেন, “মহাষ্টমীর শুভ মুহূর্তে দমদম নাগেরবাজার জয়শ্রী ও বাগুইআটি আশ্বিনী নগর বন্ধু মহল দুর্গাপুজোর মণ্ডপ ঘুরে দেখলাম। সমগ্র ভারতবর্ষে বাঙালি পরিযায়ী শ্রমিকদের ওপর অত্যাচার ও বাংলা ভাষাভাষী মানুষের অপমান—এই থিমগুলির মাধ্যমে সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। আজ ১১ জন পরিযায়ী শ্রমিকের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেছি এবং পূর্ণ সহায়তার আশ্বাস দিয়েছি। তাঁদের হাতে পুজোর উপহারও তুলে দিলাম”।

অষ্টমীর দিন তাই রাজনীতিক নয়, বাবা ও সাধারণ মানুষের মেজাজেই ধরা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।