১৫-২০ কোটি টাকায় বিক্রি হয়েছে উপ রাষ্ট্রপতি নির্বাচনের ভোট ! বড় অভিযোগ করলেন অভিষেক ব্যানার্জি

কি অভিযোগ করলেন অভিষেক ব্যানার্জি ?

author-image
Debjit Biswas
New Update
abhishek bardhokko.jpg

নিজস্ব সংবাদদাতা : ফের একবার উপ রাষ্ট্রপতি নির্বাচনে ক্রস ভোটিং প্রসঙ্গে বড় অভিযোগ করলেন তৃণমূল সাংসদ অভিষেক ব্যানার্জি। তিনি বলেন,''ভোটিংয়ের সময় আমাদের সমস্ত সাংসদ উপস্থিত ছিলেন এবং আমাদের সমস্ত প্রার্থী বি. সুদর্শন রেড্ডির পক্ষেই ভোট দিয়েছেন। যেহেতু এটি একটি গোপন ব্যালট, তাই কোনও ক্রস ভোট হয়েছে কি না বা বিরোধী সদস্যদের কোনও ভোট বাতিল হয়েছে কি না, তা নিশ্চিত করা কঠিন।”

Large-img-Abhishek-Banerjee
ফাইল চিত্র

এরপরেই বিজেপির বিরুদ্ধে তিনি একটি গুরুতর অভিযোগ তুলে বলেন,''গতকাল আমি কয়েকটি সূত্রের সঙ্গে কথা বলে জানতে পেরেছি যে, এই ভোট প্রভাবিত করার জন্য প্রতিটি সাংসদের পেছনে ১৫ থেকে ২০ কোটি টাকা খরচ করা হয়েছে। কিন্তু এক্ষেত্রে মনে রাখতে হবে জনপ্রতিনিধিদের কেনা যায় তবে সাধারণ মানুষকে কেনা যায় না।"