কিছু সদস্য স্পষ্টতই বিজেপির সঙ্গে যুক্ত ! ক্রস ভোটিং নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন অভিষেক ব্যানার্জি

ক্রস ভোটিং নিয়ে কি বললেন অভিষেক ব্যানার্জি ?

author-image
Debjit Biswas
New Update
mamata abhishek

নিজস্ব সংবাদদাতা : উপরাষ্ট্রপতি নির্বাচনে ক্রস-ভোটিং (দলীয় প্রার্থীর বিরুদ্ধে ভোট দেওয়া) নিয়ে জল্পনা-কল্পনার বিষয়ে এবার মুখ খুললেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি। প্রথমে বাতিল হওয়া ভোট প্রসঙ্গে তিনি বলেন,''এটা সম্পূর্ণই জল্পনার বিষয়। বাতিল হওয়া ১৫টি ভোট যে বিরোধী দলেরই ছিল, তার কোনও প্রমাণ নেই। একই কথা বিজেপির ক্ষেত্রেও প্রযোজ্য। হতে পারে এনডিএ-র কিছু ভোটও বাতিল হয়েছে, তাই আমরা জানি না।"

abhishek jk.jpg

এরপর ক্রস ভোটিং নিয়ে তিনি বলেন,''কিছু দল আছে, বিশেষ করে রাজ্যসভায়, যেখানে কিছু সদস্য অন্য দল থেকে নির্বাচিত হলেও, তারা স্পষ্টতই বিজেপির সঙ্গে যুক্ত। রাজ্যসভায় আম আদমি পার্টির এমন একজন সদস্য রয়েছেন। আমি বিজেপিকে বলতে চাই,যারা নির্বাচিত হয়েছেন, তাদের আপনি কিনতে পারেন। যারা বিরোধী দলে আছে তাদেরও আপনি কিনতে পারেন। কিন্তু সাধারণ মানুষকে আপনি কিনতে পারবেন না।"