Anusmita Bhattacharya
আপডেট করা হয়েছে
New Update
/anm-bengali/media/media_files/FKit7uTFQyr21v2FERmd.jpg)
নিজস্ব সংবাদদাতা: তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চপারে আয়কর হানা দিল। জানা যায় যে ট্রায়াল রানের সময় হানা দেন গোয়েন্দারা। বেহালা ফ্লাইং ক্লাবে ট্রায়ালের সময় আয়কর তল্লাশি বলে দাবি করল তৃণমূল।
/anm-bengali/media/media_files/wMFNA5nuQU69dOISlDiH.jpg)
দীর্ঘক্ষণ ধরে চপার আটকে রেখে তল্লাশি অভিযান চলল। শুধু তাই নয়, তল্লাশি চালানোর সময় অভিষেকের নিরাপত্তারক্ষীদের সঙ্গে বাগ-বিতণ্ডা হয়। তবে চপারে কিছুই মেলেনি বলে দাবি তৃণমূল নেতার। অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় বা কোনও হেভিওয়েট চপার বা বিমানে করে কোথাও যাওয়ার আগে ট্রায়াল রান করতে হয়। আজও চলছিল ট্রায়াল রান।
/anm-bengali/media/media_files/6BFBadAtxeXlU16fYF3E.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us