২রা অক্টোবর দিল্লি চলোর ডাক অভিষেকের

২১-শে জুলাইয়ের মঞ্চে উঠে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) কার্যত নজিরবিহীন ভাষায় কেন্দ্রকে আক্রমণ করলেন। তিনি বলেন, 'যত মারবি তত বাড়ব। মানুষের কাছে আমরা কৃতজ্ঞ।'

author-image
SWETA MITRA
New Update
qw.jpg

কলকাতাঃ  আজশুক্রবার২১শেজুলাইয়েরসভামঞ্চথেকে১০০দিনেরটাকাআদায়থেকেশুরুকরেএকেরপরএকইস্যুকেটেনেআনলেনডায়মন্ডহারবারেরতৃণমূলসাংসদঅভিষেকবন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। এদিন ২রাঅক্টোবরদিল্লিচলোরডাক দিলেনঅভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন,  ‘আমাদের কাছে তিনটি উপায় ছিল। এক বাবা বাছা করে বলা। দ্বিতীয় এদের পায়ে পড়া আর তৃতীয় হল দিল্লি চলো। কিন্তু এবার ২১-শে জুলাইয়ের মঞ্চ থেকে দিল্লি চলোর ডাক দিচ্ছি। দিল্লি থেকে বকেয়া সবকিছু আদায় করে আনতে হবে।‘