নিজস্ব সংবাদদাতা : আজ আমতলায় চিকিৎসকদের এক কনভেনশনে অংশ নেন পশ্চিমবঙ্গের মন্ত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই কনভেনশনে ১২০০ জন চিকিৎসক উপস্থিত ছিলেন। বক্তৃতার সময় তিনি আরজিকর কান্ডের তীব্র নিন্দা করেন এবং বলেন, "আমি প্রথম দিন থেকেই এই ঘটনার নিন্দা করে এসেছি। যারা এর সাথে জড়িত, তাদের কেউই বেঁচে থাকার অধিকারী নয়।"
অভিষেক বন্দ্যোপাধ্যায় জুনিয়র চিকিৎসকদের উদ্দেশ্যে বলেন, "আপনারা আন্দোলন করছেন, কিন্তু কেন আইনের ওপর জোর দিচ্ছেন না?" তিনি আরো বলেন, "ধর্ষণ বন্ধ করার একমাত্র উপায় আইন প্রণয়ন। আন্দোলনের সময় প্রতি ১০ মিনিটে একটি ধর্ষণ ঘটনা ঘটছে। অনেকেই সম্মানহানির ভয়ে রিপোর্ট করেন না।"
তিনি কেন্দ্র সরকারকে তীব্র সমালোচনা করে বলেন, "কেন কেন্দ্র অ্যান্টি রেপ বিল আনছে না? গুজরাটে ধর্ষক ১০ বছর পর মুক্তি পেয়ে যায়। কেন্দ্র চাইলেই ওই বিলটি আনতে পারে।" মন্ত্রী আরও বলেন, "আইন পরিবর্তন ছাড়া ধর্ষণ প্রতিরোধ করা সম্ভব নয়।"