/anm-bengali/media/media_files/51COmO2bK6sBJbvxP2le.jpg)
file pic
নিজস্ব সংবাদদাতাঃদিল্লি গেলেন তৃণমূলের সেকেন্ড-ইন-কম্যান্ড তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার সন্ধ্যায় কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড়ান ধরেন তিনি। তাঁর সঙ্গেই বিমানবন্দরে প্রবেশ করতে দেখা গেল প্রশান্ত কিশোরকে। দুজনে একসঙ্গে বিমানবন্দরে প্রবেশ করেন এবং একই বিমানে দিল্লি উড়ে যান বলে জানা গিয়েছে। যা নিয়ে রাজনৈতিক মহলে নতুন করে জল্পনা শুরু হয়েছে। হঠাৎ করে অভিষেক বন্দ্যোপ্যায়ের দিল্লি যাওয়ার কারণ নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে।
তৃণমূল সূত্রে খবর, আগামী ৩১ অগস্ট থেকে দু-দিন ব্যাপী মুম্বইয়ে ইন্ডিয়া জোটের বৈঠক রয়েছে। সেই বৈঠকে যোগ দিতে আজ মুম্বই রওনা দেবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়েরও সেই বৈঠকে উপস্থিত থাকার কথা রয়েছে।
এদিকে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে প্রশান্ত কিশোরের একসঙ্গে বিমানবন্দরে প্রবেশ করা নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। তাহলে কী পিকে ও অভিষেক ফের একসঙ্গে? লোকসভা ভোটের আগে ফের পিকে-র সঙ্গে জোট বাঁধছে তৃণমূল? এমন সব প্রশ্ন উঠতে শুরু করেছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us