New Update
/anm-bengali/media/media_files/2025/02/07/Wn1Fwu6cl073BRsT42tC.jpg)
ফাইল চিত্র
নিজস্ব সংবাদদাতা: এবার সাংবাদিক সম্মেলন করে এসআইআর নিয়ে কেন্দ্রীয় সরকারকে নিশানা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক বলেন, "এসআইআর- এর চাপে পরপর মৃত্যু, জবাব দিক সরকার। আমরা এসআইআর- এর বিরোধী নই কিন্তু কেন তাড়াহুড়ো করে এসআইআর? জবাব নেই বলেই আলোচনা এড়াতে চাইছে কেন্দ্রীয় সরকার। বিজেপি কমিশনকে ব্রিফ করেছে এক কোটি ভোট কাটতে। এসআইআর হলে রাজ্যে তৃণমূলের আসন বাড়বে। এটা বিহার মধ্যপ্রদেশ নয়, গলা টিপে ধরবে বাঙালি"।
প্রধানমন্ত্রীর মুখে বিরোধীদের ড্রামা, পাল্টা জবাব অভিষেকের। তিনি বলেন, "এসআইআর নিয়ে আলোচনা চাইলেই নাটক? কে ড্রামা করছে পুরো দেশ দেখছে"।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/11/04/1974062-sir-2025-11-04-09-32-39.jpg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us