Breaking : চিকিৎসকদের সুরক্ষায় হেল্পলাইন নম্বর ঘোষণা অভিষেকের

আজ আমতলায় চিকিৎসকদের সুরক্ষার জন্য হেল্পলাইন নম্বর ঘোষণা করলেন অভিষেক ব্যানার্জি। ১০ সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন এবং "এক ডাকে অভিষেক" হেল্পলাইন নম্বর চালু করেন তিনি।

author-image
Debapriya Sarkar
New Update
adsads

নিজস্ব সংবাদদাতা : আজ আমতলায় চিকিৎসকদের একটি কনভেনশনে উপস্থিত হন পশ্চিমবঙ্গের মন্ত্রী অভিষেক ব্যানার্জি। এই কনভেনশনের মাধ্যমে তিনি চিকিৎসকদের সুরক্ষার জন্য একটি বিশেষ উদ্যোগ ঘোষণা করেন। তিনি জানান, চিকিৎসকদের সঙ্গে যোগাযোগের জন্য একটি ১০ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হবে। কোনো ধরনের অসুবিধা বা সমস্যা হলে চিকিৎসকরা সরাসরি এই কমিটির সঙ্গে যোগাযোগ করতে পারবেন।

abhishek

অভিষেক ব্যানার্জি আরও বলেন, "যেকোনো সমস্যা বা অভিযোগের ক্ষেত্রে আমার সঙ্গে সরাসরি যোগাযোগ করা যাবে।" তিনি বিশেষভাবে উল্লেখ করেন, "এক ডাকে অভিষেক-৭৮৮৭৭৭৮৮৭৭" নম্বরে যোগাযোগ করা যাবে, যা চিকিৎসকদের সুরক্ষা এবং সুবিধা নিশ্চিত করবে। এটি চিকিৎসকদের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে, যা তাদের নিরাপত্তা এবং কাজের পরিবেশকে আরও সুরক্ষিত করবে।

Abhishek sad jkl.jpg

এছাড়া আজকের কনভেনশনে অভিষেক ব্যানার্জি আর.জি কর কাণ্ডের তীব্র নিন্দা জানান। তিনি বলেন যারা আর.জি কর কান্ডের সাথে জড়িত তাদের বেঁচে থাকার কোন অধিকার নেই। কোনরকম নাম না করে অভিষেক ব্যানার্জি দেশে ধর্ষণ বেড়ে যাওয়ার জন্য বিজেপিকে দোষী করেন। তিনি বলেন, কেন্দ্র চাইলে ধর্ষণমুক্ত দেশ তৈরি হতে পারতো।