New Update
/anm-bengali/media/media_files/u4yJbvlh5ChwauQo1YOy.png)
নিজস্ব সংবাদদাতা : এবার চাকরিহারাদের নিয়ে এসএসসি(SSC) অফিসে পৌঁছালেন তমলুকের সাংসদ অভিজিৎ গাঙ্গুলী। মূলত এই চাকরিহারাদের ভবিষ্যৎ ঠিক কি হতে চলেছে, এবং কোন কোন পদক্ষেপ নিতে পারলে যোগ্যরা নিজেদের চাকরি ফেরত পাবেন সেই নিয়েই আলোচনা করতে এসএসসি(SSC) অফিসে পৌঁছালেন তিনি।
/anm-bengali/media/media_files/2025/02/06/0WZGR2xePtqadt56tTAl.jpg)
মমতা ব্যানার্জির ওপর দোষারোপ করে তিনি বলেন, ''মমতা রাজনীতির উর্দ্ধে উঠে কাজ করতে পারেননি।''
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us