BREAKING: হেরে গেল রাজ্য সরকার! জিতে গেল অভয়া কাণ্ডের প্রতিবাদী চিকিৎসকরা

জেনে নিন এই আপডেট সম্পর্কে বিশদে।

author-image
Anusmita Bhattacharya
New Update
junior doctor meeting

নিজস্ব সংবাদদাতা: অভয়া কাণ্ডের প্রতিবাদী চিকিৎসকদের পোস্টিং মামলায় ধাক্কা খেলে রাজ্য সরকার। এই চিকিৎসকদের মধ্যে রয়েছেন অনিকেত মাহাতো, দেবাশীষ হালদার এবং আসফাকুল্লা নাইয়া। পোস্টিং মামলার শুনানি হবে কলকাতা হাইকোর্টেই। স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইবুনালের কাছে মামলা পাঠানোর রাজ্য সরকারের আরজি খারিজ করলেন বিচারপতি বিশ্বজিৎ বসু। "এই ধরনের অভিযোগের প্রেক্ষিতে কলকাতা হাইকোর্ট আগেও নিজের অবস্থান জানিয়েছে। রাজ্যকে এই ধরনের মামলায় আপত্তি জানানোর ক্ষেত্রে আরও সতর্ক হওয়া উচিত ছিল", মন্তব্য করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু।

calcutta high court