New Update
/anm-bengali/media/media_files/eCmUlyrEs1Hd9T665uK7.jpg)
ফাইল চিত্র
নিজস্ব সংবাদদাতাঃ ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে পালিত হয় জন্মাষ্টমী। মনে করা হয় এদিনই ভগবান বিষ্ণুর অষ্টম অবতার রূপে শ্রী কৃষ্ণের জন্ম হয়েছিল। উত্তরপ্রদেশের মথুরায় কৃষ্ণের জন্ম, তাই সেই দেবভূমিতে তো বটেই সারা দেশজুড়ে মন্দিরে ও ঘরে ঘরে পালিত হয় জন্মাষ্টমী। কলকাতার ইসকন মন্দিরে বৃহস্পতিবার সকাল থেকে শুরু হয়েছে জন্মাষ্টমীর পুজো। জমেছে ভক্তদের ভিড়। ভক্ত সমারোহের মাঝেই চলছে কৃষ্ণ আরতি, পুজো। দেখুন ভিডিও-
#WATCH | West Bengal: Devotees celebrate & offer prayers at the Iskcon temple in Kolkata on the occasion of #Janmashtamipic.twitter.com/wEDQWVEs0D
— ANI (@ANI) September 7, 2023
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us