Big News: আধার কার্ড নেই? বসতে পারবেন না উচ্চ মাধ্যমিকে

উচ্চ মাধ্যমিকের রেজিস্ট্রেশনে এবার বাধ্যতামূলক হচ্ছে আধার নম্বর। বিজ্ঞপ্তি জারি করল উচ্চশিক্ষা দফতর।

New Update
exam1

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা: উচ্চ মাধ্যমিকের রেজিস্ট্রেশনে বাধ্যতামূলক হচ্ছে আধার কার্ডের নম্বর। বুধবার বিজ্ঞপ্তি জারি করে এই সিদ্ধান্তের কথা জানিয়ে দিল পশ্চিমবঙ্গ উচ্চ শিক্ষা সংসদ। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে আধার নম্বর ছাড়া দেওয়া যাবে না উচ্চ মাধ্যমিক পরীক্ষা। আগামী শিক্ষাবর্ষ থেকেই এই নতুন নিয়ম কার্যকর করা হবে শিক্ষা দফতরের তরফে।

বিজ্ঞপ্তিটি জারি করেন উচ্চশিক্ষা সংসদের সচিব তাপস মুখোপাধ্যায়। ২০২২-২৪ শিক্ষাবর্ষ থেকে সমস্ত ছাত্রছাত্রীর রেজিস্ট্রেশন করার ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য হবে। এই শিক্ষাবর্ষেই উচ্চ মাধ্যমিক স্তরে পাঠরত ছাত্রছাত্রীদের আধার নম্বর ১৬ অগস্ট থেকে ১০ নভেম্বরের মধ্যে সংসদের পোর্টালে অনলাইনে আপডেট করতে হবে। এই আধার নম্বর আপডেট করতে হবে ১৬ অগস্ট থেকে ৩১ অক্টোবরের মধ্যে।