আধার 'বাতিল'! মমতা সরকার চালু করল Whatsapp নম্বর

আধার কার্ড নিয়ে চাপানউতোর বাড়ছে ক্রমশ রাজ্যে। সোমবার এই বিষয় নিয়ে সাংবাদিক বৈঠকও করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানান, সমস্যা সমাধানে মঙ্গলবার থেকেই নতুন পোর্টাল চালু করে দেওয়া হচ্ছে।

New Update
nabanna mamata

নিজস্ব সংবাদদাতা: লোকসভা ভোটের আগে জেলায় জেলায় আধার কার্ড বাতিলের ঘটনায় ইতিমধ্যেই বিভ্রান্তি তৈরি হয়ে গেল নাগরিক মহলে। আধার সমস্যা মেটাতে পোর্টাল চালু করেছে রাজ্য। রাজ্যের মানুষকে ভরসা দিতে নতুন হোয়াটসঅ্যাপ নম্বরও চালু করে দিল এবার নবান্ন। নবান্নের তরফে ইতিমধ্যেই সেই নতুন হোয়াটসঅ্যাপ নম্বর প্রকাশ করা হয়েছে।

9088885544 এই হেল্পলাইনে যোগাযোগ করে আধার কার্ড সংক্রান্ত নিজের সমস্যার কথা জানাতে পারবেন সাধারণ মানুষ। কারও আধার আচমকা নিষ্ক্রিয় হয়ে গেলে এখানে জানাতে পারবেন। দ্রুত নেওয়া হবে ব্যবস্থা। 

add 4.jpeg

স

স

cityaddnew