ব্রেন ডেথের সুবাদে অঙ্গদানের নজির গড়ল যুবক

পরিবার সূত্রে জানা যাচ্ছে, গত ৪ নভেম্বর ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়েন যুবক। দুর্ঘটনার অভিঘাত এতটাই গুরুতর ছিল যে, কোনও চিকিৎসাতেই সাড়া পাওয়া যায়নি তাঁর। ক্রমশ বরং অবস্থার অবনতি হতে থাকে। শেষপর্যন্ত তাঁকে ব্রেন ডেথ ঘোষণা করেন চিকিৎসকরা।

author-image
Adrita
আপডেট করা হয়েছে
New Update
গ

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতাঃ মাত্র ২১ বছর বয়সেই অঙ্গদান করে নজির গড়ল এক তরুণ। জানা গিয়েছে, পথ দুর্ঘটনার শিকার হয়ে কলকাতার এক বেসরকারি হাসাপাতালে ভর্তি হয় ওই তরুণ। হাসপাতালে দীর্ঘ ১৩ দিন ভেন্টিলেশনে জীবনযুদ্ধের অসম লড়াই চালাচ্ছিলেন ওই তরুণ। কিন্তু ডাক্তাররা তার 'ব্রেন ডেথ' ঘোষণা করে দেয়। ব্রেন ডেথ ঘোষণার পর অঙ্গদানের (Organ Transplant) সিদ্ধান্ত নেয় পরিবার। 

hiren

জানা যাচ্ছে, যে হাসপাতালে ওই তরুণের চিকিৎসা হয়েছিল সেখানেই তার দুটি ফুসফুস, লিভার এবং একটি কিডনি প্রতিস্থাপন করা হবে। জানা গিয়েছে, পাশাপাশি একটি কিডনি প্রতিস্থাপিত করা হবে রুবি জেনারেল হাসপাতালে (Ruby General Hospital)। আর হৃদযন্ত্র প্রতিস্থাপন করা হবে এসএসকেএম হাসপাতালে (SSKM Hospital)। গ্রিন করিডরের মাধ্যমে যা পৌঁছবে রুবি ও এসএসকেএম হাসপাতালে।

hiring.jpg