ছটপুজো উপলক্ষ্যে তৈরি হয়েছে অস্থায়ী ঘাট, থাকছে মহিলাদের জন্য বিশেষ সুবিধা

শুক্লপক্ষের ষষ্ঠীতে ছট পুজো পালিত হয়। এই ষষ্ঠী শব্দ থেকেই ছট বা ছটী শব্দটি এসেছে।

author-image
Adrita
18 Nov 2023
New Update
s

নিজস্ব সংবাদদাতাঃ ছটপুজো উপলক্ষ্যে মেয়র ফিরহাদ হাকিম নানা ব্যবস্থা নিয়েছেন। দুদিন পরেই ছট পুজো। কলকাতার নানা ঘাটে পালিত হবে ছট মায়ের পুজো। রাজ্যের মেয়র ফিরহাদ হাকিম সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানিয়েছেন যে, '' অনেক জায়গায় ঘাট তৈরি করা হয়েছে। কিছু ঘাট রয়েছে যেগুলি অস্থায়ী। সাময়িকভাবে প্লাস্টিকের আস্তরণ ব্যবহার করে তৈরি করা হয়েছে এই ঘাটগুলিকে। যাতে বাড়ির কাছেই ছট পুজো করা যায়। সব ঘাটেই পরিষ্কার-পরিচ্ছন্নতা, জলের ব্যবস্থা, মহিলাদের টয়লেট ও চেঞ্জিং রুম তৈরি করা হয়েছে। আমাদের অফিসাররা আগামীকাল সন্ধ্যায় এবং পরশু সকালে সর্বত্র উপস্থিত থাকবেন। আমরা ঘাট ব্যবহারের পর সব ঘাট পরিষ্কার করাবো। এক মাস সময় লাগবে, তবে আমরা এটি করব। আমরা সম্ভাব্য সব উপায়ের জন্য প্রস্তুত আছি। " 

hiren

hiring.jpg